বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৭:৩৬:৫০

`গেম খেলিনি বলে বলিউড আমাকে নিল না'

`গেম খেলিনি বলে বলিউড আমাকে নিল না'

বিনোদন ডেস্ক : অদিতি রাও হায়দারির ঝুলিতে রয়েছে ‘রকস্টার’ বা ‘দিল্লি ৬’ ছবিতে অভিনয় করার অসাধরণ অভিজ্ঞতা। সম্প্রতি তিনি বলিউডের শাহেন শাহর সঙ্গেও ‘ওয়াজির’ চলচ্চিত্রেও করেছেন স্ক্রিন শেয়ার। এর সঙ্গে আছেন ফারহান আখতারও। এরপরও বলিউড তাকে আপন করে নেয় নি বলেই মনে করেন এই অভিনেত্রী। অথচ একজন ভালো মানের অভিনেত্রী হিসেবে তিনি নেজেকে প্রমাণ করেছেন অনেক আগেই। তবুও তিনি নিজেকে ‘আউটসাইডার’ কেন মনে করেন? অদিতির কথায়, ‘আসলে আমার পিছনে কোনও বড় প্রোডাকশন হাউস, কোনও পরিচালক, কোনও বড় তারকা ছিলেন না। আমি স্টেপ বাই স্টেপ ইন্ডাস্ট্রিতে এগিয়েছি। বাইরে থেকে এসেছিলাম। কাউকে চিনতাম না। কোনও গেম খেলার কথা ভাবিনি। পরিশ্রম করে অভিনয় করেছি। আজও প্রতিটি দিন আমি পরিশ্রম করি। আর এটা করতেই আমার ভাল লাগে।’ এতদিন বলিউডে থাকার পর নিশ্চয়ই বড় পরিচালকদের সঙ্গে কাজ করার কথা নিজে থেকে তিনি কখনোই বলেন নি। এক্ষেত্রেও তিনি ব্যতিক্রমী। অদিতি জানান, ‘আজও আমার সেই ক্ষমতা নেই যে আমি বলব আমি ওঁদের সঙ্গে কাজ করব বা ওঁদের সঙ্গে করব না। আমি শুধু অপশন থেকে বেছে নিতে পারি’। এত সাফল্য পাওয়ার পরও কোনও ইগো নেই তার। এখনও বহু মানুষের পিছনে দাঁড়িয়ে অডিশন দিতে স্বচ্ছন্দবোধ করেন তিনি। আগামী ৮ জানুয়ারি মুক্তি পাবে এই অভিনেত্রীর ‘ওয়াজির’। আপাতত সেখানে অদিতির পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। ৩০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে